অবতক খবর,নিজস্ব প্রতিনিধি,১০অগাস্ট:: ঘোলা থানার অন্তর্গত বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের কর্ণমধুপুর গ্রামের বাসিন্দা বছর ৩২’র রিয়া দাস দীর্ঘদিন যাবত তার স্বামী বিপ্লব দাসের সাথে পারিবারিক অশান্তি চলছিল। ঘটনা গড়ায় পাড়া কমিটি পর্যন্ত আজ পাড়া কমিটির উদ্যোগে এই ঘটনার মীমাংসার কথাও ছিল।

কিন্তু তার আগেই নিজের ঘরে রিয়া থাকাকালীন তাকে এলোপাতাড়ি কোপায় এবং তারপরে তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে বিপ্লব, এমনটাই অভিযোগ রিয়ার মা কমলা রায়ের।