রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: সরকারের খাস জমি দখল করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ করলেন হাওড়ার মাজু এলাকায় চঙ্ঘুরালি বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ মাজু এলাকার চঙ্ঘুরালি সাপুরেপোতায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান স্থানীয় সিপিএম নেতাদের সাথে চক্রান্ত করে ওই জমি বেচে দিতে চাইছেন। তাদের দাবি এই জমি সরকারি খাস জমি। আর এই খাস জমি দখল করার চক্রান্তের বিরুদ্ধে এলাকার মানুষ প্রতিবাদ জানায়। তারা তৃণমূল ও সিপিএম ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। গ্রামের মহিলা ও পুরুষ মিলে প্রায় ৭০০ জন বিজেপিতে যোগ দেন। তাদের হাতে বিজেপির স্থানীয় নেতৃত্ব দলীয় পতাকা তুলে দেন।
এই প্রসঙ্গে গ্রামের বাসিন্দা সন্তোষ সামন্ত জানান এই গ্রামে একশো বছরের বেশি সময়ের বাস তাদের। তার পূর্বপুরুষের থেকে এখানে রয়েছে তারা। যে জমি দখল করার চেষ্টা হচ্ছে সেই জমিতে ৬০ বছরের বেশি সময় ধরে রয়েছে স্থানীয় ক্লাব, একশো বছরের বেশি বয়সের মন্দির। তিনি অভিযোগ করেন তৃণমূল ও সিপিএমের লোকেরা এই জমি বেচে দিতে চাইছে দোলুইদের। তিনি দাবি করেন এটা সরকারের খাস জমি। যদি ওদের জমির মালিকানার কোনো প্রমাণ থাকে দেখাক। কিন্তু এই জমি গ্রামের সর্বসাধারণের জন্য যেমন ছিল তাই থাকবে। তাই তারা বিজেপিতে যোগ দিলেন। এবং বিজেপি কে আরো শক্তিশালী করে জমি দখলের এই চক্রান্ত রুখবেন।
পাশাপাশি গ্রামের আরেকজন বাসিন্দা মনোরঞ্জন আদক জানান তার ৬৫ বছর বয়স এখকন বিগত ৫৫ বছরের বেশি সময় ধরে তিনি এই জমিতে চরক, বিভিন্ন সময়ে বিভিন্ন পুজো দেখে আসছেন। তাই এই জমি সরকারের খাস জমি। এই জমির যেমন চরিত্র আছে সেরকম রাখতে হবে বলে তিনি দাবি করেন। পাশাপাশি তিনি জানান এই চক্রান্ত রুখতে প্রায় এক হাজার জন গ্রামবাসী আজ বিজেপিতে যোগদান করলেন।
স্থানীয় বিজেপির নেতা সন্দীপ দাস জানান একশো বছরের বেশি সময় ধরে ওই জায়গাটা ভেস্টেড ল্যান্ড। গ্রামের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যাবহার হয়ে আসছে। সম্প্রতি স্থানীয় তৃণমূল ও সিপিএমের লোকেরা ওই জমি অর্থের বিনিময়ে অন্যের নামে পাট্টা দিতে চাইছেন। এই দুর্নীতির বিরুদ্বে প্রতিবাদ করার জন্যই গ্রামের মানুষ তাদের দলে যোগ দিয়েছেন। যদিও এই বিষয়ে শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।