অবতক খবর :: শিলিগুড়ি :: ৩ জুন :: চতুর্থ দফার লকডাউনের শেষ পর্বে বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বাস পরিষেবা। উত্তরবঙ্গেও বাস চলাচল শুরু হয়ে গেলেও বাসের সংখ্যা অনেকটাই কম। আর তার জেরেই সমস্যায় পড়তে হচ্ছে বহু মানুষকে। সকাল থেকেই বাসের অপেক্ষায় তেনজিং নোরগে বাসস্ট্যাণ্ডে যাত্রীরা।
অন্যদিকে বেসরকারি বাসের চলাচলও খুবই কম। বুধবার বাসস্ট্যাণ্ডে গিয়ে দেখা গেল রায়গঞ্জ, কোচবিহারের প্রচুর যাত্রীরা এদিন ঘণ্টাখানেক বাসের জন্য দাড়িয়ে আছেন। বাস মিললেও ভিড় থাকায় অনেকেই আতঙ্কেই বাসে না উঠে পরবর্তী বাসের জন্য অপেক্ষা করেন।