অবতক খবর , সুজিত , হুগলি :- চন্দননগরের জগদ্ধাত্রী পূজো উদ্বোধন করতে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।সঙ্গে ছিলেন হুগলী জেলার বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জী। চন্দননগরের মোট চারটি পূজো উদ্বোধন করবেন তিনি। চন্দননগরের আদি “মা “নামে পরিচিত চাউলপট্টীর পূজো প্রথমে উদ্বোধন করেন। শুভেন্দুর প্রসঙ্গে তিনি বলেন তাদের বাড়ির ব্যাপার।
তাদের নেতারা কোথায় যাবে তারাই ঠিক করবে, এতে আমাদের মাথা ব্যাথা নেই।ভারতীয় জনতাপাটি পশ্চিমবঙ্গে নতুন শাসন, উন্নয়ন দিতে চাইছে। যারা পরিবর্তের সহযোগী হতে চাইছে , তাদের আহবান করছি।
মমতা ব্যানার্জী বলেছেন বাইরের লেকোদের ভয় পাবেন না। আমার মনে হয় সেটা মনে হয় প্রশান্তকিশরের সম্পর্কে বলেছেন।
তাদের নেতা মন্ত্রীরা ভয় পাবে। আমরা কাউকে ভয় পাই না। আমাদের সর্বভারতীয়দল। আমরা সবাই জানি বেডের জন্য রুগিরা মারা গেছে। রাস্তায় ঘুরে বেড়িয়েছে। বিহার, ওড়িশায় যদি এতো টেস্ট করা হয় , পশ্চিমবঙ্গ হচ্ছে না কেন। আমরা যদি ক্ষমতায় আসি দোকান খোলার লোক পাওয়া যাবে না।