অবতক খবর , শিলিগুড়ি :      চলছে না রেল চুড়ান্ত সমস্যয় এন জে পী ষ্টেশনের হকারেরা। গত ছয় মাস ধরে বিক্রি একেবারেই নেই তাদের।বিশেষ করে যারা রোজ ষ্টেশনে আসতেন এবং বসতেন সবচাইতে বেশী সমস্যায় পড়ে গেছেন তারা। ষ্টেশনে বসা চাওয়ালা, বই বিক্রেতা এবং টিফিন বানান যারা সবচাইতে খারাপ অবস্থায় পৌছে গেছেন।

গত ছয় মাস ধরে বিক্রি না হবার কারনে দু তিনদিন আগে এক চা বিক্রেতা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেন। এন জে পী ষ্টেশনের রিষ্কাওয়ালাদের ও অবস্থা শোচনীয় হয়ে গেছে, ভাড়া না পেয়ে তারা একেবারেই পথে নেমে গেছেন। ট্রেন না চলবার কারনে সমস্যায় পড়ে গেছেন রেলের অস্থায়ী কর্মচারীরাও,তাদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রেন না চললে আগামীতে আরো বড় সমস্যায় পড়বেন তারা।