অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়িতে চলছে প্রশাসকের ডাকা লকডাউন, কিন্তুু তা মাথায় না রেখে আজ শিলিগুড়ির বিভিন্ন বাজার এলাকায় উপচে পড়া ভীড় দেখা গেছে, শিলিগুড়ির বিভিন্ন বাজারে ভীড় জমছে যত্রতত্র শিলিগুড়ির ষ্টেডিয়ামের বাজার, ভারতনগর সুভাষপল্লী বাজার সব বাজারের নিয়ম না মেনে বাজার করে চলেছেন মানুষ।
প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা হলেও সেই একই দৃশ্য দেখা গেল শিলিগুড়িতে সারি সারি বাইক দাড় করানো,তার সাথে সাথে গায়ের উপর গা রেখে মানুষ দাড়িয়ে বাজার করছেন। নিয়ম মানা তো দুরের কথা মাষ্ক না পড়েও বাইরে বের হয়ে যাচ্ছেন অনেকে। শিলিগুড়িতে বাড়তি করোনা তারই মধ্যে এই বিশৃহ্মলা যথেষ্ট ভাবিয়ে তুলছে প্রশাসনকে।