অবতক খবর , মুর্শিদাবাদ – আজ লালবাগ বাজার পাড়ায় একটি টোটো পেট্রল ভর্তি জারিকেন সহ যাত্রী নিয়ে লালবাগের নিমতলা র দিক থেকে চকের দিকে যাচ্ছিলো I সেই সময় চালক ও যাত্রী দুজনেই ধূমপান করছিলো বলে জানাই , স্থানীয় লোকজন I, বিড়ি থেকে আগুন জারিকেন এর পড়লে তৎক্ষণাৎ আগুন ধরে যাই I

স্থানীয় লোকজন এবং দোকানদাররা ছুটে এসে আগুন নেভাই . টোটো চালক ও যাত্রী টোটো নিয়ে পালিয়ে যাই I পরে ঘটনাস্থলে দমকল ও পুলিশ আসে I