অবতক খবর নিউজ ব্যুরো :: ২৪শে,নভেম্বর :: কোলকাতা :: পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ও আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী (৭৬) রোববার ভোর সাড়ে ৪টায় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, গলার সমস্যা নিয়ে চেন্নাইয়ে গিয়েছিলেন আরএসপির রাজ্য সম্পাদক।
শনিবার রাতে বুকের সমস্যা হচ্ছিল বলে স্ত্রীকে জানিয়েছিলেন তিনি। ক্ষিতি গোস্বামীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। চিকিত্সকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ক্ষিতি গোস্বামীর। বেশ কিছু দিন ধরে গলার সমস্যায় ভুগছিলেন ক্ষিতি গোস্বামী। চিকিত্সার জন্য চেন্নাইয়ে যান। কয়েক দিন আগে সেখানেই অস্ত্রোপচার হয় তার। একেবারে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিত্সকরা।
রোববারই কলকাতায় ফেরার কথা ছিল ক্ষিতি গোস্বামীর। তবে শনিবার রাতে হঠাৎ বুকের যন্ত্রণা শুরু হওয়ায় ফের হাসপাতালে ভর্তি হন। চেন্নাই থেকে রোববারই আনা হবে ক্ষিতি গোস্বামীর মরদেহ। কলকাতা বিমানবন্দর থেকে পিস হেভেনে মরদেহ নিয়ে যাওয়া হবে। সোমবার শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ দলের কার্যালয় ও আলিমুদ্দিন স্টিটে নিয়ে যাওয়া হবে।