অবতক খবর,২৯ মে: আজ সকালে চলে গেলেন এই অঞ্চলে সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত একজন গল্পকার প্রদীপ সরকার। তিনি রেল স্টেশন মাস্টার ছিলেন। আজ রেলওয়ে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফলত এই অঞ্চলে সাহিত্যিক মহলে যারা লেখালেখির সঙ্গে জড়িত তারা শোকাহত।

তিনি ২০০৪ সালে অনামী নামে একটি সাহিত্য পত্রিকার জন্ম দিয়েছিলেন এবং নিজে তার সম্পাদনা করতেন। পরবর্তীতে এই পত্রিকা অন্যমাত্রা পেলে তিনি সহযোগী হিসেবে এই অঞ্চলের আরো একজন লেখক রণজয় মালাকারকে যুক্ত করেন এবং দুজনে মিলে এই পত্রিকা সম্পাদনা করে অন্য এক পর্যায়ে নিয়ে যান। বর্তমানে নামজাদা অনেক লেখক সাহিত্যিক তাঁর এই পত্রিকায় লিখেছেন এবং স্থানীয় কবি লেখকদের তিনি যথাযোগ্য মর্যাদা দিয়ে তাদের লিখনশৈলী এই পত্রিকায় প্রকাশের কাজটি চালিয়ে গিয়েছেন। তিনি নিজে ছিলেন একজন গল্পকার। তাঁর উল্লেখযোগ্য গল্পগুলি হল তাতাই,দিশা, ক্ষতচিহ্ন, বুলবুলির সংসার।

 

আজ হালিশহর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন তাঁর সহযোগী সম্পাদক রণজয় মালাকার, লেখক দেব চক্রবর্তী, দীপক কর, পীযূষ বাকচি প্রমুখ।