অবতক খবর, অনুপ কুমার মণ্ডল, নদীয়াঃ নদীয়ার চাকদহ থানার ইটাপুকুর গ্রামে বেআইনি মদের কারবারীদের ৩টি বাড়িতে হানা দিলেন চাকদাহ বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায়। এলাকার মহিলারা এবং গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন । ওই অভিযোগের ভিত্তিতে সন্ধ্যে সাতটা নাগাদ হানা দেন তিনি। এলাকার মানুষজন নিয়েই বিডিও সাহেব হানা দেন যাদের মধ্যে অধিকাংশই ছিল মহিলা।
সূত্র মারফৎ জানা গিয়েছে, চাকদা ব্লক এর ইটাপুকুর এলাকায় দীর্ঘদিন ধরেই চলছিল এই বেআইনি মদের ব্যবসা। ফলে এলাকার যুবক এবং বাচ্চারা ক্ষতির সম্মুখীন হচ্ছিল। বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরেই এখানে চোলাইয়ের রমরমা চলছে। এলাকার মহিলারা আমার কাছে এসে লিখিত অভিযোগ জানিয়েছিল । অভিযোগের ভিত্তিতে অভিযানে চোলাই বাজেয়াপ্ত করা হয়েছে এবং আমরা ওখানেই তা নষ্ট করে দিয়েছি। আবার যদি ওনারা এই অসাধু ব্যবসায়ীর সাথে যুক্ত হন তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিডিও পুস্পেন চট্টোপাধ্যায়।