অবতক খবর,১ নভেম্বর: সোমবার সকালে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে ধরনা দেন ওই যুবক।
জানা গিয়েছে,ওই যুবকের নাম ফিরোজ ইয়াসদানি। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের চোকিয়া পুকুর এলাকায়। ওই যুবকের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরির আবেদন করার পর নবান্ন থেকে তার চাকরির কাগজ আসে জেলা প্রশাসনিক ভবনে।
তার অভিযোগ, প্রশাসনিক দপ্তরের এক আধিকারিক সেই কাগজ জেলার কুশমন্ডি বিডিও অফিসে না পাঠিয়ে তা গঙ্গারামপুর বিডিও অফিসে পাঠায়। তার দাবি, সে কারণে তিনি চাকরি থেকে বঞ্চিত রয়েছেন। তার আরো অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি জেলাশাসক এর সাথে দেখা করতে এলে জেলাশাসক আয়েশা রানি দেখা করেননি। সে কারণেই তিনি জেলাশাসকের দপ্তরে সামনে চাকরির দাবিতে ধরনায় বসেন।