অবতক খবর,৩০ আগস্ট: আজ শুভ জন্মাষ্টমী। প্রতিবছরই এই দিনটিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় চাকলা কচুয়া ধামে।
করোনা পরিস্থিতির জেরে এবছর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চাকলা কচুয়া মন্দির কর্তৃপক্ষ। দিকে দিকে তার মাইকিং করে চলেছে মন্দির কর্তৃপক্ষ।
না জেনে যারা বাবার মন্দিরের দিকে জল নিয়ে পুণ্য জন্মাষ্টমী তিথিতে জল ঢালতে যাচ্ছিলেন তেমনি কয়েকশো ভক্তকে বারাসাত চাপাডালি মোড়ে মন্দিরের উদ্দেশ্যে না যেতে দিয়ে ফিরিয়ে দিলেন বারাসাত পুলিশ প্রশাসন।
এদিন বাগবাজার থেকে জল ভরে যেসব ভক্তরা মধ্যমগ্রাম ডাকবাংলো মোড় হয়ে চাপাডালি মোড় থেকে টাকি রোড ধরে কচুয়া চাকলার দিকে যাচ্ছিলেন তাদেরকে প্রথমে আটকায় বারাসত থানার পুলিশ।
তাদেরকে মন্দির বন্ধ থাকায় ফিরে যেতে বলেন পুলিশ প্রশাসন। বাবার মন্দিরে জল ঢালতে না যেতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন আগত কয়েকশো ভক্তবৃন্দ।
পুলিশের সাথে একরকম বচসায় জড়িয়ে পড়েন ভক্তবৃন্দ। কিন্তু কোনো কথা না শুনে তাদেরকে ফিরিয়ে দেন বারাসাত পুলিশ প্রশাসন।