অবতক খবর,১১ মার্চ: কাঁচরাপাড়ার বিশিষ্ট সমাজসেবী সুদামা সিং। তিনি একজন বড় মাপের ব্যবসায়ীও বটে। সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তিনি যে প্রতি মুহূর্তে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন তা জানতে বাকি নেই এই শহরের মানুষের।
তিনি পরিচিতি পেয়েছেন আরো একটি কারণে, আর সেটি হল তিনি লোকনাথ বাবার একজন বড় ভক্ত। এই ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে তাঁর সুনাম রয়েছে। অনদিকে তিনি চাকলা লোকনাথ মন্দিরের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। মন্দিরের উন্নয়ন কার্য হোক কিংবা অন্য যেকোনো বিষয়ে তাঁকে বাদ দিয়ে কোন কিছুই হয় না। আর সেই কারণেই এবার তাঁকে চাকলা মন্দিরের সেক্রেটারি হিসেবে বেছে নেওয়া হল।
এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “মানুষের মধ্যেই ভগবান বিরাজ করেন। তাই আমি চেষ্টা করি সর্বদাই মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করার, মানুষের সহযোগিতা করার। হয়তো ঈশ্বর চেয়েছেন তাই আজ আমি এই জায়গাটি পেয়েছি। যতদিন পারবো আমি ভগবানের সেবায় এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”