অবতক খবর , অভিষেক দাস ,মালদা:- মালদার চাচলে বিজেপি কর্মীর বাড়ির জানালা থেকে উদ্ধার দুটি তাজা বোমা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাচোল থানাপাড়া এলাকায়।
Video Player
00:00
00:00
জানা গিয়েছে ওই বিজেপি কর্মীর নাম বাপ্পা দাস ওই এলাকার একজন সক্রিয় বিজেপি কর্মী মঙ্গলবার দিন সকালে তার বাড়ির জানলা থেকে দুটি বোমা উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Video Player
00:00
00:00
খবর দেওয়া হয় চাচোল থানার পুলিশকে চাচল থানার পুলিশ এসে বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। বিজেপি করার কারণে তার বাড়িতে এই বোমা দুটি রাখা হয়েছে অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে।