অবতক খবর,১১ আগস্ট:গোপন সূত্রে খবর পেয়ে চারজন বাইক চোরকে গ্রেপ্তার করল নবগ্রাম থানার পুলিশ।

মুর্শিদাবাদের নবগ্রামের বিল বাড়ি এলাকায় মঙ্গলবার সন্ধের সময় ৪ জন দুষ্কৃতী বাইকের নাম্বার প্লেট কাটার সময় সন্দেহ হয়।

সেই সন্দেহের জেরে গ্রেপ্তার করে দুজনকে এবং তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করলে তারা আরো দু জনের নাম উল্লেখ করে।
নবগ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে মোটরবাইক উদ্ধার করে। দুষ্কৃতীদের নামমহামিন শেখ বয়স ২১ বছর,মনোজ মণ্ডল বয়স ২৪ বছর, আলম শেখ বয়স ২৭ বছর,
কাউসার শেখ বয়স ২৮ বছর।
পুলিশি তদন্তের পর তাদেরকে লালবাগ জজ কোর্টে নিয়ে যাওয়া হয়।
তিনজনার বাড়ি নবগ্রামের বিলবাড়ি গ্রামে ও একজনের বাড়ি আজিমগঞ্জ( মনোজ মণ্ডল)। এই ব্যাপারে তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ।