অবতক খবর,১৪ নভেম্বর: ভাটপাড়া পৌরসভায় আর্থিক তছরুপের অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং কে আগেই নোটিশ করেছিল সিআইডি। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির মুখোমুখি হওয়ার জন্য কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার সকাল ১১ টার মধ্যে অর্জুন সিং কে ভবানী ভবনে পৌঁছানোর কথা জানিয়েছিল।

সেই মতোবেক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিজের জগদ্দলের বাসভবন থেকে রওনা হওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, মতো আরো চারজন বিজেপি নেতৃত্বকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার।রাশিয়া থেকে একটি রাসায়নিক বিষ জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে।

তিনি পরিষ্কার জানান আজ সিআইডির মুখোমুখি হচ্ছি।যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফিলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের।