আজ গণ কবিয়াল হেমাঙ্গ বিশ্বাসের প্রয়াণ দিবস।
চারণ
-তমাল সাহা
এখনও বাতাস বয়ে আনে
বিরল কন্ঠ মহার্ঘ গান।
হৃদয় ভেঙেছে কার
মানুষের অপমান?
মহতী সারল্যে ত্যাজে
গায়কী চাতুরালি
দেশজ বৈভব দোল খায়
লোকগীতি ভাটিয়ালি।
মাটিতে কন্ঠ মেশে
সুরের আকাশে জ্বলে আগুন।
ক্ষেতে খামারে মানুষ জাগে
হৃদয়ে উষ্ণ ফাগুন।
তুমি নেই!
এইসব কারখানা খামার মাঠ নদী মাটি
পড়ে আছে অসহায়, নেই কোনো সাড়া।
সব ঘ্রাণ নিশ্চুপ, বিনিদ্র রাতের পাহারা।
শুধুই আন্ধারে ঢাকে গাভীন মেঘ
ঝরে যায় বিষণ্ণ তারা।
গায়ক শুধুই গায়ক, গেয়েছো মানুষের গান
আজ তুৃমিই একটি গান।
অজুত কন্ঠ গান গায়
বিদীর্ণ পার্থিব প্রাণ।
চারণের কবি তুমি, বলিষ্ঠ চারণ–
কে নেবে দায়ভার কঠিন
এই সহজ উচ্চারণ!