অবতক খবর,১১ আগস্ট,পূর্ব বর্ধমান,আউশগ্রাম১:- চলতি মাসে টানা চারদিন অতি বৃষ্টিতে জলমগ্ন ও বন্যায় কবলিত হয়েছে রাজ্যের একাধিক জেলা।
বাদ পড়েনি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম-১ এবং গুসকরা পৌর এলাকা।
উলেখ্য, তিন বছর ধরে আউশগ্রামের গুসকরা শহরের পৌরসভার অন্তর্গত ১-২ ওয়ার্ডের কেলেটি, সুয়ারা,দোনাইপুর, পুননগর, কাটা টিকুরি গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা কৃষকদের জমি জলের তলায় চলে গেছে। এর ফলে চাষের ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ হাজার জমি।
মূলত কৃষকদের চাষের জমি জলে প্লাবিত হওয়ার কারণ হলো তিন বছর আগে মেলবন্ধন নামে একটি সেতু তৈরি করে রাজ্য সরকারের পক্ষ থেকে, কার্যতঃ সেতুটি খুবই নিচু এবং ঢালাই পাইপ দিয়ে তৈরি, তাতে করে ঠিকমতো জল নিকাশি হয়না।
আর এই সেতু তৈরি হয় কুনুর নদীর উপরে ।
সুতরাং অল্প বৃষ্টি হলেই জল উপর দিকে ঠেলে দেয় চাষের দিকে তাতে ক্ষতি হয় কৃষকদের বিঘার পর বিঘা জমি,এই মুহূর্তে কৃষকদের দাবি এই সেতুটি ভেঙে দেওয়া হোক আর না হলে উঁচু করে করা হোক, এই বিষয়ে তারা অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয় কিন্তু কোন কাজ হয়নি ।
কার্যতঃ তিন বছর ধরে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক চাষিরা।
এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন,পাঁচটি গ্রামের চাষীরা একত্রিত হয়ে জনস্বার্থ মামলা করবেন,তাই আদালতের দ্বারস্থ হতে চলেছেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম-১ গুসকরা অন্তর্গত চাষীরা।