অবতক খবর, হুগলীঃ প্রায় বছর দুয়েকে হলো শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল বন্ধ রয়েছে। এর জেরে কর্মচ্যুত প্রায় ৫ হাজার শ্রমিক। মিল বন্ধ থাকার কারনে মিলে কাজ না হলেব গোটা মিল চত্বর ও বিভিন্ন গেট গুলিতে পাহারায় রয়েছে মিল রক্ষী বাহিনী। মিল বন্ধ থাকলেও এতদিন তাদের মাইনে দিত মিল কর্তৃপক্ষ।

কিন্তু গত চার মাস ধরে এদের মাইনে না হওয়া এবার আন্দোলনের পথে নামলো তারা। নিরাপত্তারক্ষীদের দাবি, চার মাস ধরে মাইনে না হবার কারনে সংসার চালালোই এখন দায় হয়ে গিয়েছে।গত মাসে এখানকার মিল আধিকারিককে বিষয়টি জানালে খুব তারকাররি মাইনে হয়ে যাবে বলে জানায়। কিন্তু এই মাসেও মাইনে হলো না। তাই কর্তৃপক্ষের কাছে গেলে তারা এই বিষয়টি নিয়ে সদুত্তর দিতে পারে নি। উল্টে বিষয়টি নিয়ে কলকাতার অফিসে যেতে বলে আমাদের। সেখানে গেলেও
তারা আমাদের কোন সুরাহা করেনি। তাই উপায় না দেখে আমরা আন্দোলনের পথে নামতে বাধ্য হলাম ।এরপরও যদি কাজ না হয় আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো।