অবতক খবর,১২ নভেম্বর: চার সন্তানের বাবাকে বিয়ে করার দাবিতে সন্তান কোলে বাড়ির দরজায় ধর্নায় এক যুবতী। শনিবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের হাউসনগর গ্রামে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, হাউসনগর গ্রামের ওই যুবতীর বেশ কিছুদিন আগে সামসেরগঞ্জের অন্তরদীপা গ্রামে বিয়ে হয়। তাদের এক সন্তানও রয়েছে। কিন্তু সমপ্রতি তাদের সংসার ভেঙে যায়। ঠিক তারপরেই হাউসনগর গ্রামেরই চার সন্তানের বাবা এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে যুবতীর।

যুবতীর অভিযোগ, প্রেমের এক পর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে ওই চার সন্তানের বাবার সঙ্গে। গত বৃহস্পতিবার যুবতী ব্যাংকে গেলে সেখান থেকেই তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে কলকাতায় নিয়ে যায় ওই যুবক। অভিযোগ, এক সন্তানের মা ওই যুবতীকে নিয়ে দুদিন কলকাতায় থাকেন চার সন্তানের বাবা ওই যুবক। কিন্তু বিয়ে না করে শুক্রবার রাতেই বাড়ি ফিরে আসে তারা। যুবতীর দাবি, তারপর থেকেই উধাও যুবক। এদিকে যুবতীকে নিয়ে কলকাতা গিয়েও বিয়ে না করায় শুক্রবার রাত থেকে ওই যুবকের বাড়ির সামনে ধর্না শুরু করে যুবতী। শনিবার সকাল থেকে ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। চার সন্তানের বাবা ওই যুবককে বিয়ে না করা পর্যন্ত ধর্না থেকে উঠবেন না বলেও সাফ জানিয়েছেন এক সন্তানের মা যুবতী।