অবতক খবর,২৩ অক্টোবর: আজ ভাকরিতে চালতিয়া বিল ভরাট করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাকুড়ি মৎস্যজীবি সমবায় সমিতির যারা মৎস্য ব্যবসায়ী সঙ্গে যুক্ত তারা জানালেন চালতিয়া বিল ট্রাক্টরের করে মাটি নিয়েছে ভরাট করা হচ্ছে এবং কোন কথাই শুনতে তারা রাজি হচ্ছে না তাই তারা একত্রিত হয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন দীর্ঘদিন ধরেইকিন্তু কোন ব্যবস্থা হয়নি এবং গ্রামবাসীরা জানাচ্ছেন গড়দর পাড়ার বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার কাবাতুল্লাহ সে দালালির কাজ করে এবং মাটি ফেলার পেছনেও তার মত আছে বলে জানা যাচ্ছে। গ্রামবাসীদের বক্তব্য যদি এই চালতিয়া বিল ভরাট করা হয় তাহলে প্রাকৃতিক বিপর্যয় হলে বন্যা এলাকায় দেখা দিতে পারে তাই কোনমতেই এই চালতিয়া বিল ভরাট করতে দেওয়া যাবে না এবং যদি প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা না নেয় দীর্ঘতর আন্দোলনের পথ অবরোধ করা হবে বলেও তারা জানালেন।
চালতিয়া বিল অবৈধ ভাবে ভরাটে বাঁধা মৎস্যজীবীদের। শনিবার বহরমপুর থানার চালতিয়া বিল সংলগ্ন রাস্তার ধারে অবৈধ্য ভাবে বিল ভরাট করার অভিযোগ সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মী গজধরপাড়ার বাসিন্দা কাবাতুল্লা সেখ ও তার সঙ্গীসাথীদের বিরুদ্ধে। ভাকুড়ি মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান বিনয় হালদার জানিয়েছেন, এই বিলে মৎস চাষের সঙ্গে জড়িত প্রায় ১০০ টি পরিবার। এই বৃহৎ বিলের মাছের উপর নির্ভর করে আছে মৎসজীবিদের পরিবার। আস্তে আস্তে বিল ভরাট হয়ে যাচ্ছে। তাই আর যাতে এই বিল ভরাট না হয় তার জন্য মৎসজীবিরা একত্রিত হয়ে এর প্রতিবাদ করে। অন্যদিকে জলাভূমি রক্ষাকমিটির সদস্যরাও এর বিরুদ্ধে রাস্তায় নামার আশ্বাস দিয়েছে। বিল ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। পুলিশ আসার পরেই অভিযুক্তরা পলাতক।