অবতক খবর,৬ আগস্ট: চা বাগান সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং হাট-বাজার পর্যন্ত বন্ধ করে দেওয়ার ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উঠে এসেছে। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী এলাকায় এই ঘটনায় দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। এমনকি সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের ঘটনায় প্রাণহানিও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলের নেতৃত্ব।
বিষয়টি সংগঠনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ এবং সংশ্লিষ্ট বিষয়ে পুলিশেরও দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি এই বিষয়কে কেন্দ্র করেই একই সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে চরম উত্তেজনা।
আর যে কোনও মুহূর্তে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। সংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার ওই এলাকায় একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন স্থানীয় নেতৃত্ব।