অবতক খবর,৩ জুলাই: গত ১লা জুলাই ছিল স্বাধীন ভারতের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম-মৃত্যদিন। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে এদিন কাটাগঞ্জ ১২ নং ওয়ার্ড আমতলা সদস্যবৃন্দের পরিচালনায় অঞ্চলের প্রায় সমস্ত চিকিৎসকদের সংবর্ধনা জানানো হয়। ক্লাবের সদস্যরা ডাক্তারদের হাতে পুষ্পস্তবক এবং মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাদের সংবর্ধনা প্রদান করেন এবং মানুষের প্রতি তাদের এই নিরলস পরিশ্রমের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।