অবতক খবর,১৬ নভেম্বর: এই প্রথম প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে চিকেন ডে পালন করা হলো বহরমপুরে । যারা এই প্রোগ্রামে সূচনা করলেন তারা জানালেন, মূলত মানুষের কাছে একটি বিষয় তুলে ধরা। প্রোটিন চিকেন এ সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং অল্প পয়সায় চিকেন বা ডিম পাওয়া যায়। যে পরিমাণ প্রোটিন নিতে একটা মানুষের অনেক টাকা খরচ করতে হয় । তাই সকলের কাছে আবেদন থাকবে বেশি করে চিকেন ও তার ডিম খান । জেলায় 58 লক্ষ্য ডিমের চাহিদা আছে । কিন্তু সেখানে 48 লক্ষ্য পূরণ করা হয় । তাই আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করা হবে।