চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ একজন সম্পূর্ণ যোদ্ধা। বাংলাদেশ মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একজন প্লাটুন কমান্ডার।
একহাতে রঙে ডুবানো তুলি, অন্যহাতে রাইফেল– দ্বৈতযোদ্ধা ছিলেন তিনি।
যোদ্ধার সত্তা থেকেই তার চিত্রসমূহে উঠে এসেছে গতিময়তার সংরাগ। মুক্তিযুদ্ধ বিষয়ক তার ছবির দ্যোতনা জাতীয় জীবনে ঐতিহাসিক হয়ে থাকবে।
আজ তার জন্মদিন।

চিত্রকর
তমাল সাহা

আমিতো তোমায় চিনতাম না কোনোদিন
যদি মুক্তিযুদ্ধ না হতো!
আজ তো তোমার জন্মদিন।
মুক্তকণ্ঠে স্বীকার করি একথা
তোমার ছবি দেখে শিখেছি,
হয়েছে অনেক অভিজ্ঞতা।

ছবির আমি কী বুঝি
যদি তুলি না চলে সোজাসুজি?
তোমার ছবি কথা বলে, এতো বেগ!
রঙের কারুকাজে হতবাক আমি
অভিভূত আমার আবেগ।

তোমার শৈল্পিক ঋজুতায় আমার চোখ
আমি সহজেই বুঝে ফেলি তুমি আমাদের লোক।

চিত্র অভিজ্ঞ আমার এক বন্ধু বলে,
আরে এতো শাহাবুদ্দিন!
নিপুণ চিত্রকর—
আন্তর্জাতিকে বিজয় পতাকা উড্ডীন।

আমি বলি,
এমন সটান দার্ঢ্য ছবিই তো আমি চাই
বুঝতে হয় না কোনো অসুবিধাই।

শাহাবুদ্দিন! শাহাবুদ্দিন!
দুরন্ত এক ঘোড়সওয়ার,
ছুটছে ঘোড়া গ্যালোপিং…

ছবি ঋণঃ সুহিতা সুলতানা, ঢাকা, বাংলাদেশ।