অবতক খবর,৯ আগস্ট: চিরকালের মতো লোকচক্ষুর অন্তরালে বুদ্ধদেব একজন সচ্ছল ব্যক্তিত্বের ছাপ যেন মানুষের মনে প্রতিস্থাপিত করে গেলেন তিনি। লাল ফুলের এই দৃশ্য যেন কিছুটা থমকে গিয়ে হেটে
চললো আবারও তার গন্তব্যে, রবিঠাকুরের সেই উক্তি ‘নয়নের সম্মুখে তুমি নাই নয়নের তলে নিয়েছো যে ঠাঁই
যেন দৃশ্যমান হয়ে থেকে গেলেও মানবিক হৃদয়ে’।
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা শুক্রবার। বৃহস্পতিবার থেকে তাঁর দেহ শায়িত রয়েছে পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সেখান থেকে দেহ বার করা হবে। তার পরে শেষযাত্রা শুরু হল রাজ্য বিধানসভার উদ্দেশে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিধানসভায় মরদেহ রাখা হয়েছিল তাঁর ।
সেখান থেকে বেলা ১২টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হয় সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানেই মরদেহ শায়িত ছিল বিকাল ৩টে পর্যন্ত।এবং এরপর তার শববাহী শকট ঢুকে গেল এনআরএস হাসপাতালে