চুপ
তমাল সাহা

চুপ! তারাদের মতো শুধু
জ্বলে নিভে যাও
তুমি কি খুঁজছো কাউকে কোথাও?

দেখো শুধু দেখে যাও
মেলানোর চেষ্টা করো না কিছু
ছায়ারা নড়ছে চড়ছে তোমার আগুপিছু।

মুখ আছে উত্তর দিয়োনা
হাত আছে ইশারা কোরোনা
চোখ বুঁজে থাকো
কোনোদিকে চেয়ো না।

যা ঘটবার তা তো ঘটবেই
তুমি কি ঠেকাতে পারো?
মাথাটা বন্ধক দাও
চিন্তা ভাবনা ছাড়ো।

মতামত নয়, মত একটাই
একটাই মত চুপ থাকাটাই।

বাতাস বলে,
কতদিন চুপ থাকলে সরব
হওয়া যায়
তোমরা কি নেমেছ সেই পরীক্ষায়?