অবতক খবর,২১ মার্চ,নববারাকপুর : গত রবিবার রাতে নিউ বারাকপুর পুরসভার ৯নং ওয়ার্ডের আগাপুরে এক বাড়ি থেকে চুরি যাওয়া সোনার কানের দুল, রুপোর চেন, মেয়েদের পায়ের তোড়া, নূপুর, গহনা উদ্ধার করল বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ বারাকপুর থানার পুলিশ। স্থানীয় প্রতিবেশী দের সহযোগিতায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত এক দুষ্কৃতী কে লেনিনগড় ই ব্লক থেকে গ্রেফতার করে কর্তব্যরত থানার পুলিশ।
যে মহিলার দ্রৌপদী ঢালি(৫৫) কাছে গহনা বিক্রি করা হয়েছিল এদিন সকালে তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সকালে অভিযুক্ত যুবক ও মহিলা কে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য এর আগেও একাধিক বার অভিযুক্ত যুবক আবির মন্ডল (২৩) ওরফে চাঁদ এর বিরুদ্ধে খান দশেক চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
বার বার মহামান্য আদালত থেকে বিচারধীন থেকে ছাড়া পেয়ে পুনরায় চুরি করে চলেছে দুষ্কৃতীর। চুরি যাওয়া সোনা রুপোর গহনা উদ্ধারে পুলিশের তৎপরতায় কাজে ভূয়শি প্রশংসা করেন অভিযোগকারিনী।