শস্যই আমাদের জীবন। শস্যজীবী আমাদের পিতা। শস্যক্ষেত আমাদের মা। রাষ্ট্র বিধ্বস্ত করতে চায় আমাদের পিতার জীবন। ফসল তুলে দিতে চায় কর্পোরেট পুঁজিপতিদের হাতে। এসো আমরা দাঁড়াই পিতার পাশে।

চেতাবনী
তমাল সাহা

রাষ্ট্র ক্ষমতা দেখায়
অন্যদিকে অগ্নিকোণে বিদ্যুত চমকায়…
সভ্যতা চালক শস্যজীবীর
পৃষ্ঠদেশ রক্তাক্ত, বিদ্ধ পরপর তীর।
রাষ্ট্র পড়েনি ইতিহাস
ভারতে কৃষক বিদ্রোহ কত গভীর!

রে রাষ্ট্র! শুনেছিস নাম
সিধু কানু বীরসা তিতুমির?
মশাল মিছিল মাদল মারণাস্ত্র
কাঁপে মেদিনী, হেঁটে চলে পদাতিক
অস্ত্রবান চাষাড়ে বীর।
এবার অন্য যুদ্ধযাত্রা
ঋজু মেরুদণ্ড, উন্নত শির।

কি দেখছ, কৃষক গিয়েছে ঝুঁকে?
সময়ের অপেক্ষা মাত্র—
মুখোমুখি দাঁড়াবে রুখে চেতাবনী বুকে।