আজ নাকি যে আমাদের ছেড়ে চলে গিয়েছিল! তা আবার হয় নাকি?

এক অক্ষরের একটি শব্দ চে
বেঁচে শব্দটির মধ্যেই তো
বেঁচে আছে চে

আজ চে স্মরণ দিবস

চে
তমাল সাহা

দুনিয়ার শ্রেষ্ঠ মৃত্যুদৃশ্য
আমি দেখেছি।
কার্তুজের সঙ্গে দারুণ ছিল সে খেলা
তাকে হত্যা করতে লেগে গেল একবেলা।

অমন দীর্ঘ শরীর
তার শীর্ষে বসানো উন্নত শির।
অরণ্যটিও ছিল অত্যন্ত গভীর।

ঘাতকেরা তার সামনে দাঁড়িয়ে
অথচ বন্দুক থেকে বেরোচ্ছে না গুলি
তারা থরহরি কাঁপছে।
তখন তার মাথার ওপর ঝরে পড়লো ফুলগুলি।

মদ খেয়ে মাতাল হলো ঘাতক
তারপর… গুড়ুম! গুম!
শরীরটি বুঝি একটু বেঁকলো।
আবার গুড়ুম! গুম!
মাথাটি একটু ঝুঁকলো।
আবার গুড়ুম! গুম!
দেহটি পড়লো মাটিতে ঘাসের উপর
বন ভেদ করে ছূটে এলো আলো
তার মুখের ঔজ্জ্বল্য বাড়ালো।

সূর্য নেমে এলো আরও নীচে
বলল, আমার চেয়েও তুমি মহান চে!

চমকায় বিদ্যুৎ,কড়ায় কড়াৎ মেঘ
অপূর্ব উন্মত্ত সে আকাশ জুড়ে বাদন!
অভিবাদন! অভিবাদন! অভিবাদন!