অবতক খবর , অভিষেক দাস , মালদা:- সামাজিক দূরত্ব এবং মুখে মাস্ক পড়ে বিদায় বেলায় সিঁদুর খেলায় মাতলেন মায়েরা।

 

এদিন মালদা শহরের তিন নম্বর গভমেন্ট কলোনির বিশ্বনাথ স্মৃতি সংঘ, ঘোড়াপীর সার্বজনীন কমিটি সহ একাধিক দুর্গা মণ্ডপগুলিতে সিঁদুর খেলায় দেখা গেল মায়েদের।

 

উৎসব শেষে আজ মায়ের বিদায়। মন খারাপ আপামর বাঙালির। চোখের জলে মা কে বিদায় দিয়ে সিঁদুর খেলায় মাতলেন মায়েরা।