করোনা এখন পণ্য। পুঁজিপতি কৌশল দেখো। দেখো জন শোষকদের জনপ্রীতি।এই তো সুযোগ! জনগণের লাইম লাইটে এসো। আমরাই তো আবার সরকার বানাবো। কিছু লোকদেখানো জনসেবা করতেই হয়। অনেক পেতে গেলে কিছু তো ছাড়তেই হয়! এইসব দেখে অনেকের ধাঁধিয়ে যায় চোখ। বলে ওঠে,ওরা কত ভালো লোক!
চোখের ধাঁধা
তমাল সাহা
কে দিচ্ছে,
কাকে দিচ্ছে,কার টাকা?
দেশ শুষে দেশকে দিচ্ছে
দেশের টাকা।
সময় এলে সুদে-আসলে
পুষিয়ে নেবে সব।
চোখ ধাঁধিয়ে গেছে কারো কারো
তুলছে ফালতু কলরব!
তুমি জানো না,এরা কোন্ কর্পোরেট?
বুর্জোয়া শাসকের কাছে এদের কতো রেট!
অনেক পেতে কিছু হয় ছাড়তে।
লেট হয় নাকি এটা তোমার বুঝতে?
করছি সেবা, সঙ্গে দিচ্ছি প্রচার।
তুমি শালো নিঃস্ব মানুষ
হাত পাতা, কুড়িয়ে খাওয়া তোমার নেচার।
দেশ দুনিয়া কবে পাল্টাবে!
জানি মানুষই একদিন তাকে ওল্টাবে।
কষ্ট করছে মানুষ, কষ্ট করবে আরো
স্পষ্ট করে বলো,সত্যি কথাটাই বড়ো।