নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা হাসপাতালে চোখ অপারেশনের পর আজ সদর হাসপাতালে ওষুধ নিতে এসে ছিনতাই এর কবলে ৮০ বছরের বৃদ্ধা। খোয়া যায় গলায় থাকা সোনার চেন। জলপাইগুড়ি শহর সংলগ্ন জমিদার পাড়ার বাসিন্দা নন্দী বালা বিশ্বাস এদিন নিজের ছেলের টোটো করে সদর হাসপাতালে আসেন।
পরিবারের অভিযোগ কিছু দিন আগে সদর হাসপাতালে চোখ অপারেশন হয় আজ আউটডোরে ডাক্তার দেখিয়ে হাসপাতালের বহিরবিভাগে ওষুধ আনতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় রুমাল দিয়ে মুখ চেপে গলায় থাকা সোনার চেন ছিনতাই করে দুস্কৃতীরা একটি টোটোতে চেপে শহরের জেলখানা চত্তরে বৃদ্ধা কে ফেলে দিয়ে চলে যায় ।
ঘটনার খবর পেয়ে ছেলে মহাদেব বিশ্বাস ছুটে এসে বৃদ্ধা মাকে উদ্ধার করে। তিনি বলেন সদর হাসপাতালে ডাক্তার দেখাতে এসে মা ছিনতাই এর কবলে পড়েছে । হাসপাতালের মতো জনবহুল এলাকায় এরকম ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালী থানার পুলিশ। তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।