অবতক খবর,২০ সেপ্টেম্বর: স্বচ্ছতাই সেবা, ও আবর্জনা মুক্ত ভারত গড়তে আজ চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বচ্ছতায় সেবা এবং আবর্জনা মুক্ত ভারত কর্মসূচির পালন করলেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে ভিআরপি কর্মীরা ।
উপস্থিত ছিলেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলী, উপপ্রধান জিল্লুর রহমান সহ ভিআরপি কর্মীরা। নন্দীগঞ্জ হাই স্কুল এবং নন্দীগজ প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি রেলি বের করা হয়। মূলত এই রেলির মাধ্যমে সমাজকে আবর্জনা মুক্ত সমাজ গড়ার বার্তা দিয়েছেন তারা।
আবর্জনা মুক্ত সমাজ গড়তে এলাকা পরিষ্কারের পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়েছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জিল্লুর । এবং দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলী জানিয়েছেন এই ধরনের কর্মসূচি আমরা মাঝেমধ্যেই পালন করি তবে সকল স্তরের মানুষকে এই উদ্যোগে শামিল হতে হবে এবং নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই সমাজ আবর্জনা মুক্ত হবে। উপস্থিত অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে ভিআরপি কর্মীরাও সমাজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়েছেন।
অন্যদিকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই স্বচ্ছতায় সেবা কর্মসূচিকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।