অবতক খবর,১২ মার্চ: বড় সাফল্য চোপড়া পুলিশের।গভীর রাতে নাকা চেকিংয়ের সময় চোপড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে কেন্টেনার বোঝাই আঠাশটি মহিষ উদ্ধার করে চোপড়া থানার পুলিশ,এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করলো চোপড়া থানার পুলিশ।মহিষ বোঝাই কেন্টেনারটিকে আটক করে চোপড়া থানায় নিয়ে আসা হয়।বৃহস্পতিবার আটক চারজনকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
কিছুদিন আগেও বিধান নগর এলাকা থেকে একটি গ্যাসের ট্যাংকার থেকে গরু উদ্ধারের ঘটনা সামনে আসতেই হইচই পড়ে যায় প্রশাসনিক মহলে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে পুলিশি তৎপরতা বাড়ানো হয়। যার জেরেই বুধবার গভীর রাতে চোপড়ার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ে দূরপাল্লার গাড়িতে তল্লাশি চালিয়ে ক্যান্টেন আর বোঝাই ২৮ টি মহিষ উদ্ধার করল চোপড়া থানার পুলিশ। চোপড়া পুলিশের এই সাফল্যে খুশি বিভিন্ন মহল।