অবতক খবর ,১১ মার্চ,চোপড়া:  চোপড়ার থানার চেতনাগছ এলাকায় জমি বিবাদকে কেন্দ্রে ধুন্ধুমার, খরের ঘরে আগুন, সংঘর্ষে জখম বেশ কয়েকজন। ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

জানা গিয়েছে জাকির হুসেনের সাথে সমিরুদ্দিন এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই জমি নিয়ে কোর্টে মামলা চলছে। কোর্টে মামলা চলাকালীন দুই পক্ষের মধ্যে একাধিক বার শালিসিসভা বসে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বাস ভবনে। সেখানেও কোনো সুরাহা হয়নি বলে দাবি জাকির হোসেনের পরিবারের লোকজনের।

অভিযোগ সমিরুদ্দিন এর লোকজন সেই জমি দখল করতে গেলে জাকির হুসেনের পরিবারের লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এমনি খরের ঘরে আগুন লাগিয়ে দেয় সমিরুদ্দিন করে লোকজন বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। দুই পক্ষকেই নিজের জমি বলে দাবি করেন। এবং একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চোপড়া থানার পুলিশ।