অবতক খবর,২০ নভেম্বর: চোপড়ার প্রসাদ গছ কালি মন্দির মাঠে শুক্রবার সারারাত ব্যাপী জমে উঠলো পাঁচালী পালা গানের আসর । স্থানীয় ভাষায় বর্তমান সমাজের কিছু কাহিনীর উপরে গানে অভিনয়ে মঞ্চস্থ হয় এই গান। গ্রামের মানুষের প্রাণ প্রিয় এই গানের আস্বাদন নিতে সারারাত আসর জমিয়ে রাখেন আট থেকে আশি সকল বয়সের সংস্কৃতি প্রেমী মানুষ। এদিন যে পালাটি মঞ্চস্থ হয়, তার নাম কলি যুগের ছুয়া না রাখে মান, বাপ চাকর – আর শ্বশুর ভগবান ।
এই দলের দলপতি অজয় পাল জানান, তার দলে কুড়ি জন শিল্পী আছে, তারা উত্তর বঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও বিহারেও ডাক পান । স্থানীয় ভাষায় পাঁচালী পালা গান উত্তরবঙ্গের মানুষের খুবই জনপ্রিয়। প্রসাদ গছ আসর কমিটির বিমল সিংহ ও উত্তম কুমার দাস জানান প্রতিবছর প্রসাদ গছ পঞ্চ কালি মাঠে রাস পূর্ণিমায় দুইদিন ব্যাপী পালা গানের আসর বসানো হয় ।গত বছর করোনা বিধির কারণে ,গানের আসর হয়নি, এবছর আসর খুব ভাল জমেছে ,এবারে তাদের ২০ তম বর্ষ ।