অবতক খবর: আর দু’সপ্তাহ বাকি রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে। তার আগে মঙ্গলবার রাজ্য বিজেপি নির্বাচনে নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে। রাজ্যের গেরুয়া শিবির নিজেদের নির্বাচনী ইস্তেহারে প্রথমেই পরিস্কার করে দিয়েছে স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত পঞ্চায়েতের জন্যে ‘চোরমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে বিজেপি’র।
নিজেদের নির্বাচনী ইস্তেহারে রাজ্যের পদ্ম শিবির রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি সহ কাটমানি তীরে বিদ্ধ করেছে তৃণমূল কংগ্রেসকে। এরই সঙ্গে একশো দিনের কাজে রাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ নিয়েও সরব হয়েছে।

ইস্তেহারে রাজ্যের বেহাল রাস্তাঘাটের জন্য শাসক দলকে দায়ী করে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের ওপরে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রি গ্রাম সড়ক যোজনায় রাস্তাঘাট দ্রুত নির্মাণ এবং সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরই সঙ্গে রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির উন্নত স্বাস্থ্য সরঞ্জাম দিয়ে সংস্কারের ওপ গুরুত্ব দেওয় পাশাপাশি রাজ্যজুড়ে প্রতি ব্লকে মাতৃতবকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা সহজলভ্য করে দেওয়ার কথা বলা হয়েছে।

এরই পাশাপাশি রাজ্যের পড়ুয়াদের জন্যে পরীক্ষার সময় পড়ুয়ারা যাতে বিভিন্ন বিষয়ের বই সহজে পেতে পারে এর জন্যে ‘বর্ণপরিচয়’ নামে বুক ব্যাঙ্ক সহ মিড ডে মিলে দুর্নীতি রোধের জন্যে এবং খাওয়ারের মান যাচাই এর জন্যে প্রতিটি জেলা পরিষদে একটি করে ভিজিল্যান্স কমিটি এবং স্থানীয় ছেলেদের খেলাধুলোয় উৎসাহিত করার জন্যে ও ক্রীড়া সরঞ্জাম সরবারহের লক্ষ্যে রাজ্যের প্রতি ব্লকে ‘গোষ্ঠ পাল ক্রীড়া নিকেতন’ নামে একটি ক্রীড়া ব্যাঙ্ক এবং তার জন্যে তহবিল গঠনের প্রতিশ্রতি দেওয়া হয়েছে।

এরই সঙ্গে জলাশয় সংস্কার এবং পুনরুদ্ধার, স্থায়ী বাঁধ নির্মাণ করে বন্যার সমস্যার সমাধান, স্থায়ী ত্রাণ কেন্দ্র গড়ে তোলা সহ ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রধানমন্ত্রী পিভিটিজি (বিশেষ করে আর্থিকভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠী) উন্নয়ন মিশনের অধীনে রাজ্যের আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে দ্রুত উন্নয়ন নিশ্চিত সহ একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি ইস্তেহারে উল্লেখ করেছে রাজ্য বিজেপি।