অবতক খবর, মালদা: চোরাকারবারি ও বিএসএফের গুলির সংঘর্ষে মৃত্যু হল দুই বাংলাদেশীর, আটক হয়েছে এক বাংলাদেশী। ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা রয়েছে। জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা মালদা জেলার হবিবপুর থানার বৈদ্যপুর গ্রামপঞ্চায়েতের কেদারীপাড়া বিওপির কাছে বাংলাদেশের চোরাকারবারীদের সাথে ১৫৯নং বিএসএফ জাওয়ানদের গুলির সংর্ঘষ হয়।
বিএসএফের গুলিতে দুই বালাদেশীর মৃত্যু হয়েছে। ধৃত এক বাংলাদেশি। মৃত দুইজন বাংলাদেশাী বলে জানিয়েছেন বিএসএফ। একজনের নাম সঞ্জীব কুমার অপর জনের নাম কামাল আলি। অটক হওয়া যুবকের নাম কবির হাসান (২১) , এদের সকলের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলাতে। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটেছে। খবর দেওয়া হয়েছে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।