অবতক খবর, সংবাদদাতা , মুর্শিদাবাদ :-       মুর্শিদাবাদের বহরমপুর সুভাষ কলোনির বাগানপাড়া বাসিন্দা পিন্টুর পরিবার চার সদস্যের বাস। নিত্যান্তই খেটে খাওয়া পরিবার , বাবা চাষী । পিন্টু বহরমপুর সেবা মিলনী হাই স্কুলের অষ্টম শ্রেণী পড়ুয়া। কান্দি বাস স্ট্যান্ড বাজারে তার ফলের দোকান। দাদার করোনা সংক্রমনের কারণে বহুদিন যাবত স্কুল বন্ধ , তবে অনলাইনে ক্লাস চলছে। পিন্টু দাসকে কান্দি বাস স্ট্যান্ড এলাকায় খেজুর বিক্রি করতে দেখা গেল। তাকে জিজ্ঞাসা করলে সে বলে পয়সা জমিয়ে একটা এন্ড্রয়েড ফোন নিতে চাই , কারণ অনলাইন ক্লাস করতে গেলে ফোনের অবশ্যই প্রয়োজন। স্কুলের প্রধান শিক্ষিকা বলেন অষ্টম শ্রেণীর কিছু ছাত্রর কাছে এন্ড্রয়েড ফোন আছে ,বেশিভাগ ছাত্রের কাছে নেই। তাই অনেকেরই ক্লাস করতে অসুবিধা হয়।

বহরমপুরের তৃণমূল সভাপতি নাড়ুগোপাল মুখার্জি কথাটি জানতে পেরে পিন্টু দাস কে তার বাবাকে ডেকে পাঠান এবং তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করার কথা বলেন , তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পিন্টু দাস এর পরিবারকে আর্থিক সাহায্য ২৫০০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হল যাতে সে অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে পারে। তিনি আরো বলেন মানুষ সমস্যায় পড়লে তৃণমূল কংগ্রেসের সদস্যরা তাদের পাশে দাঁড়িয়ে কাজ করে চলবে।