নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১২ নভেম্বর :: দক্ষিণ দিনাজপুর :: ছাত্রছাত্রীদের শিক্ষার সাথে সাথে অন্যান্য বিষয়ে উন্নতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নেয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজ। এবার ছাত্রছাত্রীদের কে সাহিত্য ও মনস্তাত্ত্বিক বিষয়ে শিক্ষিত করে তুলতে বিশেষ উদ্যোগ নিলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজ। এই উদ্দেশ্যে সাহিত্য ও মনোবিজ্ঞান বিষয়ক আলোচনা চক্রের আয়োজন করল এই কলেজের স্নাতক ও স্নাতকোত্তর বাংলা বিভাগ।
এইদিন আলোচনা চক্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ও সাহিত্যিক অমিতাভ গুপ্ত, সাগর দত্ত মেডিক্যাল কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডঃ গৌতম বন্দোপাধ্যায়, বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ ভাস্বতী মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এই আলোচনা চক্রে ছাত্রছাত্রীরা কি ভাবে পড়াশোনার ক্ষেত্রে আরও মনোযোগী হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সাথে আগত অতিথিদের একটি ছোট্ট প্রশ্ন উত্তর পর্বেরও ব্যাবস্থা ছিল। পড়াশোনায় ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়াতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার মানুষ।