অবতক খবর,২৯ সেপ্টেম্বরঃ পূর্ব বর্ধমানের জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জামালপুর মহাবিদ্যালয়ের কলেজ ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হল শুক্রবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর ১ পঞ্চায়েত প্রধান ডলি নন্দী, উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল, জামালপুর কলেজের অধ্যক্ষ ডঃ শ্রাবন্তী ব্যানার্জী, ডাঃ আনন্দ মোহন গড়াই সহ আশা কর্মী, এএনএম ও মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনই নয়, এর পাশাপাশি ইনসিনরেটরও বসানো হয়, যার মাধ্যমে ব্যবহৃত ন্যাপকিনগুলি নষ্ট করা হবে। স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোয় দূর দুরান্ত থেকে কলেজে পড়তে আসা ছাত্রীরা বিশেষ উপকৃত হবেন বলেই মনে করছেন কলেজ কর্তৃপক্ষ। জামালপুর ১ নং পঞ্চায়েতের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন কলেজ ছাত্রীরা।