রঞ্জন ভরদ্বাজ / অবতক খবর,২৪ আগস্ট: এবছর মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়ে বীজপুরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে হালিশহরের জ্যোতি বিশ্বাস। জ্যোতি অন্নপূর্ণা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী,তার প্রাপ্ত নম্বর ৬৭৪।

ফলাফল প্রকাশিত হওয়ার পরই বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায় জ্যোতিকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে যান। জ্যোতির পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। সে বিধায়ককে জানায় যে,সে মেডিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়। এই শুনে বিধায়ক শুভ্রাংশু রায় জ্যোতিকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।

আর তাঁর যেমন কথা তেমন কাজ। তিনি জ্যোতিকে তার পছন্দের ইনস্টিটিউটে ভর্তি করতে এবং মেডিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করতে সহযোগিতা করলেন। আর তাঁর এই সহযোগিতা পেয়ে খুশি জ্যোতি ও তার পরিবার।
এ বিষয়ে জ্যোতির পরিবার বলে,’বিধায়ক শুভ্রাংশু রায় কথা দিয়েছিলেন জ্যোতিকে উচ্চ শিক্ষায় সবরকম সহযোগিতা করবেন। তিনি তাঁর কথা রেখেছেন। জ্যোতি তার পছন্দের ইনস্টিটিউটে ভর্তি হতে পেরেছে। আমরা এর জন্য বিধায়কের কাছে কৃতজ্ঞ। কারণ আমাদের সামর্থ্য নেই জ্যোতির স্বপ্ন পূরণ করার।’

অন্যদিকে এই বিষয়ে বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায় বলেন,”ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণে আমি সবসময় সহযোগিতা করব। বিশেষ করে যাদের সামর্থ্য নেই। কারণ এরাই আগামীর ভবিষ্যত। এদের মাধ্যমেই গড়ে উঠবে আমাদের দেশ, আমাদের সমাজ। শুধু জ্যোতি নয়,যে সকল ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণে আর্থিক সমস্যা হচ্ছে,তারা যেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে,আমি সবসময় তাদের পাশে আছি।”