অবতক খবর,১৭ই সেপ্টেম্বর: তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য। ইতিমধ্যেই তিনি ছাত্র-ছাত্রীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন। নিজের পদের প্রতি তিনি অত্যন্ত দায়িত্বশীল। এই দুবছরে তিনি দলে অনেক চড়াই-উতরাই দেখেছেন।
তাই ১৫ই সেপ্টেম্বর বর্ষপূর্তিতে তিনি তাঁর ফেসবুক পেজে আবেগপ্রবণ পোষ্টে বলেছেন,”দেখতে দেখতে ২ বছর পূর্ণ হলো তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বভার গ্রহণের সৌভাগ্য অর্জন করার।
বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর আশীর্বাদ নিয়ে এই ২ বছরে অনেক চড়াই-উতরাই অতিক্রম করে এসে, বাংলার সকল ছাত্রছাত্রীদের থেকে এত ভালোবাসা পেয়ে আমরা সত্যিই আপ্লুত। আমি চিরকৃতজ্ঞ থাকবো দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কাছে যিনি এই সফরে প্রতিনিয়ত আমাদের ভুলগুলি শুধরে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আমি ধন্যবাদ জানাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সুব্রত বক্সী সহ তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দকে যারা প্রতি মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদকে বিভিন্নভাবে পথপ্রদর্শন করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই রাজ্য ও জেলা কমিটির সকল সদস্যদের এবং ধন্যবাদ জানাই তৃণমূল ছাত্র পরিষদের সকল কর্মীবৃন্দ তথা বাংলার সকল ছাত্রছাত্রীদের। তোমরাই আমাদের এই সাফল্যের আসল কারিগর। দিনের শেষে তোমাদের এই ভালোবাসাই আমাদেরকে পরের দিন এগিয়ে যাওয়ার রসদ জোগায়।
সামনে আরো লড়াই। আমাদের রুখে দাঁড়াতে হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমরাই পারবো, আমরাই করবো, আমরাই জিতবো। দিদিমণির আদর্শে এবং দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বাংলার ছাত্রসমাজ আরো এগিয়ে যাবে।”