অবতক খবর,২৫ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: কয়েকজন গ্রামবাসীকে ছুরির ঘায়ে আহত করার অভিযোগে এক যুবকের গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত আকাশ শেখ মন্তেশ্বরের বামুনপাড়া পঞ্চায়েতে বিঘা গ্রামের বাসিন্দা।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া অঞ্চলের গুলিটা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবক পরিযায়ী শ্রমিক হিসেবে গুজরাটের সুরাটে সোনা রুপোর কাজের শ্রমিক হিসেবে কর্মরত রয়েছে সে।

সপ্তাহখানেক আগে ওই যুবক বাড়ি ফিরেছে। গুলিটা গ্রামে সন্ধ্যার পর মাঝে মাঝেই একটি বাড়িতে যাতায়াত করত সে। রবিবার ওই গুলিটা গ্রামের কয়েকজন গ্রামবাসী সঙ্গে ওই যুবকের বচসা বাধে। থানায় অভিযোগকারী আসফর মন্ডল সহ কিছু গ্রামবাসীদের অভিযোগ ওই যুবক পকেটে নানা রকম অস্ত্র নিয়ে গ্রামে আসা যাওয়া করে।এই দিন রাতে বচসা চলাকালীন কয়েকজনের শরীরে ছুরির কোপ বসায় বলে অভিযোগ।

খবর পেয়ে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি ও পুলিশ অফিসাররা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন। আহত ওই যুবককেও উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় অভিযোগকারীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ।