ছেলেখেলার দুর্গা
তমাল সাহা

সরকার যখন দেয়নি টাকা
তখন কি বন্ধ ছিল বাঙালির পুজো?
হায়! মা দুর্গা তুমিও কি পণ্য এখন
ক্ষমতার পায়ে মাথা গোঁজো?

ঘুষ খেয়ে পুজো নিতে আসিস তুই
এতো নির্লজ্জ বেহায়া!
কি করে আর তোকে মা বলে ডাকি
দেখি তোর মুখ ও কায়া!

এরপরে তোকে আরো টাকা দেবে
যা ইচ্ছে তাই করাবে
নাচতে বললে তুই নাচবি
জল উঁচু জল নিচু তুই বলবি!

এখন দিচ্ছে পঁচাশি হাজার
পরের বার দেবে এক লাখ।
টাকার চকচকানি দেখে
তোর যা অবস্থা খাবি ঘুরপাক।

লোভী তুই,
কোথায় তুই দুর্গেশ নন্দিনী?
তোর আর কি দোষ
ভোলানাথ গাঁজারু,তুই তার ঘরণী।

ফালতু দুর্গা তুই
কেন যে বলে দুর্গতিনাশিনী!
ভোঁতা অস্ত্র হাতে নিয়ে আসিস
যত লোকদেখানো ক্যাঁদরানি।

রাষ্ট্র যেমন প্রতিবার
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে যায়
তোর কাছেই তো এসব শিখেছে
তুইও তো আমাদের কোনো মঙ্গল করিস না
যতসব ফালতু মন্ত্রপাঠ অঞ্জলি ঢাক কাঁসি ঘন্টা শাঁখ বেজে যায়।
বারবার প্রতিবার চারদিন পেট পুরে খেয়ে
দিব্যি ফিরে যাস কৈলাস পাড়ায়।