করোনার মুখে লাথি মেরে পেটের টানে খাদ্যের লাইন। খিদে মানে কি কোনো করোনার নির্দেশিকা? কোনো আইন?
ছোঁয়াছুঁয়ি
তমাল সাহা
মহামারী বড় না পেট বড়?
মরাই তো আমাদের জীবন।
মহামারী মারে মারুক,
তবে খেয়েই মরি,
খিদে যে ভীষণ।
তুমি বলো,
এক মিটার দূরে থাকুন,
ছোঁয়াছুঁয়ি বাঁচান।
এতো দীর্ঘ লাইন!
হাতে ভিক্ষের থালা
পেট ভর্তি খিদের টান।
পেট কি দূরত্ব মানে?
মহামারী তুচ্ছ তো তার কাছে।
সে তো জানে
মহামারী মৃত্যু আনে।
তবুও সে দ্রুত
খাদ্যের কাছে পৌঁছতে চায়
শুধু একমুঠো ভাত জীবন বাঁচায়।