অবতক খবর,১২ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের ছোট দৌলতগঞ্জ ও বড় দৌলতগঞ্জ গ্রাম এলাকার সাধারণ মানুষ আজ কবরস্থানের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।
এলাকার সাধারণ মানুষের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাদের এলাকায় কবরস্থানের অবস্থা মর্মান্তিক। বর্ষাকালে ব্যারঙগ নদীর জলে অবস্থান প্রায় নষ্ট হওয়ার দিকে এবং ব্যায়াম নদীর ব্রিজ ভেঙে যাওয়ায় কবরস্থানের বেশ কিছু এলাকা জলের তলায় চলে যায়। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এতটাই অবস্থা খারাপ
কবরস্থানের চারপাশে সীমানা প্রাচীর তো দূরঅস্ত,রাস্তার কালভার্ট মেরামত নিয়ে কারো মাথাব্যাথা নেই।দৌলতগছে কালভার্ট মেরামতের জোরালো দাবি উঠল।
গ্রামবাসীদের একাংশ এদিন কবরস্থানের ঝোপঝাড় পরিষ্কার করে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে।স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের কাছে কালভার্ট মেরামতের দাবি তুলেছেন তারা।