অবতক খবর,২২ জুন: জগতের-নাথ,জগন্নাথ !আর আজ পুরীতে চলছে তার স্নানযাত্রা
তাকে দর্শনের জন্য উপচে পড়ছে দর্শনার্থীর ভিড়।

জগৎতের-নাথ,জগন্নাথ।যিনি পুরো বিশ্বের ভার বহন করে চলেছেন ।তাই জগৎতের-নাথ,বলা হয় তাকে ।আর আজ পুরীতে তার স্নানযাত্রা ,তাকে একবার দেখার জন্য উপচে পড়ছে দর্শনার্থীর ভিড় ।জানা যায় আজ গজ,বেশে জগন্নাথ দেবকে দর্শন করা যাবে দিনভর। আষাঢ় মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি।

রথযাত্রার আগে স্নান যাত্রা। গ্রীষ্মের প্রবল কষ্টের পর গায়ে জল ঢেলে অঙ্গ জুড়ান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। একেবারে ২২ ঘড়া জল ঢেলে স্নান করেন মহাপ্রভু। তাই এই উৎসবের নাম স্নানযাত্রা। হুগলির মাহেশে জগন্নাথদেবের স্নানযাত্রা এবার ৬২৮ বছরে পা দিল। দেড়মণ দুধ ও ২২ ঘড়া গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় বিগ্রহকে। পুরীতে যেমন ১২ বছর অন্তর নব কলেবর হয়, মাহেশে বিগ্রহের কোনও পরিবর্তন করা হয় না।

এতবছর ধরে একই বিগ্রহকে পুজো করা হচ্ছে। প্রচলিত রীতি অনুযায়ী এরপর জগন্নাথদেবের জ্বর হওয়ায় কয়েকদিন বন্ধ থাকবে মন্দির। রথযাত্রার ২ দিন আগে ফের মন্দির খোলা হবে। সেদিনই হবে নব কলেবর উৎসব।কথিত আছে ,কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন জগন্নাথ বলরাম সুভদ্রা।