অবতক খবর,২৮ মার্চ: জগদ্দলের মজদুর ভবনের সামনে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় আরেকটি সিসি ফুটেজ সামনে এলো। সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং যার বিরুদ্ধে অভিযোগ সে দল বল নিয়ে এগিয়ে আসছে। তারপর দেখা যাচ্ছে অর্জুন সিং ও তার সঙ্গী সাথীরা পরে আসছে। এই সিসিটিভি ফুটেজে পরিষ্কার নমিত সিং এর নেতৃত্বেই গন্ডগোল সূচনা হয়েছিল।
এ ব্যাপারে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি হবে। আবার এটাও ঠিক এই ফুটেজেই দেখা যাচ্ছে অর্জুন সিং তার দলবল নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্জুন সিং বলেছিল তিনি যাননি। কিন্তু সেই ফুটেজে তাকেও দেখা যাচ্ছে। পুলিশ তদন্ত করছে কে দোষী কে দোষী নয় সমস্তটাই পুলিশ বিচার করবে।